Friday, August 22, 2025

নতুন অভিযোগ উঠে এল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল কুস্তিকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগের কথা জানা গিয়েছিল। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। ইতিমধ্যে দিল্লি পুলিশ চার্জশিট জমা দিয়েছে। আর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে সামনে এল আর্থিক দুর্নীতির কথা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।

ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়। যেই কমিটির নেতৃত্বে রয়েছেন মেরি কম।  দিল্লি পুলিশ যে ব্রিজভূষণের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে তাতে মেরি কমের নেতৃত্বাধীন বিশেষ কমিটির রিপোর্ট রয়েছে। আর এবার এই কমিটির সামনে কুস্তিগিরেরা অভিযোগ করেছেন, স্পনসরের সামনে কুস্তিগিরদের দেখিয়ে টাকা নিয়েছেন ব্রিজভূষণ। কিন্তু সেই টাকা কুস্তিগিরদের কাছে আসেনি। আর এই অভিযোগ অস্বীকার করেন ব্রিজভূষণ। এই নিয়ে তিনি জানিয়েছেন, “অতি উৎসাহে ভুল হয়ে গিয়েছে। স্পনসর আনার জন্য কুস্তিগিরদের নাম ব্যবহার করা হয়েছিল। কিন্তু কুস্তিগিরদের সঙ্গে কোনও রকমের আর্থিক চুক্তি তাঁদের সঙ্গে হয়নি।” কুস্তিকর্তা ব্রিজভূষণ আরও দাবি করেন, বজরংয়ের সঙ্গে ৩০ লক্ষ, সাক্ষী ও বিনেশের সঙ্গে ২০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। আর সেই মতো তাঁদের টাকা দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন কুস্তিগিরেরা। এই নিয়ে কুস্তিগিরদের দাবি, চুক্তির খুব সামান্য অংশই তাঁরা পেয়েছেন। কেউ ১০ লক্ষ। কেউ ৫-৬ লক্ষ। বাকি টাকা তাঁদের দেওয়া হয়নি। যদিও এই বিষয়েও কোনও পক্ষ কোনও নথি জমা দিতে পারেননি। যার ফলে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপেরও নির্দেশ মেরি কমের বিশেষ কমিটি করেনি। শুধু রিপোর্ট জমা দিয়েছে তারা।

২০১৮ সালে কুস্তিগিরদের বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছিল ভারতীয় কুস্তি সংস্থা। সেই বছরই কুস্তি সংস্থার প্রধান স্পনসর হিসাবে এসেছিল ‘টাটা মোটরস’। আর কুস্তিগিরদের অভিযোগ, তাঁদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি।

আরও পড়ুন:নতুন ক্লাবে নিজের সেরা পারফরম্যান্স দিতে তৈরি মেসি

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version