Sunday, November 9, 2025

ভোট মিটতেই ফের ভাঙড়ে বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে আহ.তের সংখ্যা, কাঠগড়ায় ISF

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ফলাফল (Result) ঘোষণাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। বৃহস্পতিবার ভাঙড়ের ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজনের ঝলসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিন ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা বোমা বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন। সবাই আইএসএফ (ISF) কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। তবে এদিনের বিস্ফোরণের জেরে আহতদের মধ্যে কারও হাত, পা, মুখ এবং কারও শরীর বীভৎসভাবে পুড়ে গিয়েছে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এমন ঘটনার জেরে কার্যত বন্ধের চেহারা ভাঙড়ে। এলাকার একাধিক দোকানপাট এদিন বন্ধ রাখা হয়েছে বলে খবর। পাশাপাশি শুনশান রাস্তাঘাটও। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন বিস্ফোরণের পর আহতরা একটি গাড়িতে কলকাতার (Kolkata) পথে রওনা দিয়ে দেন। এরপরই কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা বাসন্তী হাইওয়ের (Basanti Highway) কাঁটাতলা এলাকায় গাড়িটি আটকে দেয়। গাড়ির ভিতরের ভয়াবহ ছবি দেখে চোখ কপালে ওঠে সকলের। গুরুতর আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আহতরা আইএসএফ কর্মী। তাঁরা বোমা বাঁধছিল বলে অভিযোগ। তবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Mollah) অভিযোগ, চকমরিচা গ্রামে বোমা বাঁধতে গিয়ে আইএসএফ কর্মীরা আহত হয়েছে। পরে গ্রামের লোকজন দুষ্কৃতীদের কাঁটাতলায় ধরে ফেলে এবং এরপর পুলিশের হাতে তুলে দেন। এরপরই শওকত প্রশ্ন তোলেন, পুলিশের কাছে আমার একটাই প্রশ্ন, কীভাবে আইএসএফের কর্মীরা এখনও বোমা বাঁধছে? আর নওশাদ সিদ্দিকিকে বলব, কোথা থেকে উনি এত বোমা, বন্দুক সাপ্লাই দিচ্ছেন উত্তর দিন।

অন্যদিকে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) অভিযোগ, আমার কাছে এখনও এরকম কোনও খবর নেই। তারপরও বলব আইনের ঊর্ধ্বে কেউ নয়। বোমাবারুদ বিহীন রাজনীতিই আমাদের লক্ষ্য। কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে।

 

 

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...