Wednesday, August 27, 2025

বিজেপির স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ল.ড়াই, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

Date:

পাটনার পরে বেঙ্গালুরু- বিরোধী জোটের বৈঠকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM-এ যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুতে (Bengaluru) বৈঠক। সেখানে উপস্থিত থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

অভিষেক জানান, সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। সেখানে তৃণমূল সভানেত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলে সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যেভাবে বিজেপি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিরোধীদের টাকা আটকে রাখছে, বিজেপির (BJP) সেই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই কারণেই দলনেত্রী বলছেন, সবাইকে একজোট হয়ে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে হবে।

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিরা। ১৭ ও ১৯ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই বৈঠকেও মমতার সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেকও।

আরও পড়ুন- ‘চন্দ্রযান ৩’-এর সফল উৎক্ষেপণ, চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল!

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version