Monday, May 5, 2025

ত্রাতা ‘দিদির সুরক্ষা কবচ’! ১০ বছরের রাজকে কাছে পেয়ে উচ্ছসিত পরিবার

Date:

Share post:

সুমন করাতি

ভুলবশত ট্রেনে চেপে চলে এসেছিল কলকাতা। ১০ বছরের সেই খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Surakkha Kabach)। সদ্য পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জিতেছে তৃণমূল (TMC)। বাংলার গ্রাম দখলে এসেছে ঘাসফুল শিবিরের। চারিদিকে সেই জয়ের সেলিব্রেশন চলছে। আর এসবের মধ্যেই ঘটে গেল এক অবাক কাণ্ড। মুর্শিদাবাদ (Murshidabad) ইসলামপুরের (Islampur) বাসিন্দা বছর দশেকের রাজ ইসলাম বেরিয়েছিল তৃণমূলের বিজয়োৎসব দেখবে বলে। তবে এরই মধ্যে আচমকা রাজ কখন সেই সেলিব্রেশন দেখবে বলে স্টেশনে চলে আসে তার আর খেয়াল নেই। মূলত বাজি ফাটানো দেখার খুব শখ তার, আর সেকারণেই ট্রেনে চেপে আরেকটু ঘুরে দেখার আনন্দে আচমকাই চলে আসে শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ আসতেই তার মনে হয় আর হয়তো সে বাড়ি ফিরতে পারবে না। তবুও একবার শেষ চেষ্টা করে সে।

কিন্তু কিছুক্ষণ পরই বাড়ি ফেরার ট্রেনে চাপে রাজ। তবে সে ঠিক লাইনেরই ট্রেনে চেপেছিল কিন্তু সেটা শিয়ালদহ-কাটোয়া লোকাল ছিল। কিছুদূর যাওয়ার পরই সম্বিত ফেরে তার। হুগলির জুবিলী ব্রিজ পার করতেই তার মনে হয় সে ভুল রাস্তায় এসে পড়েছে। তাই সঠিক জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে সে। আর স্টেশনে নেমেই নেমেই দিশাহারা হয়ে পড়ে রাজ। স্টেশনে নেমেই কাঁদতে শুরু করে সে। এলাকাবাসী ও টোটো চালকরা রাজকে দেখার সঙ্গে সঙ্গেই রাজকে নিয়ে চলে আসে চুঁচুড়া আরোগ্যতে।

এরপরই আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে দিদির সুরক্ষা কবচের বেল্ট পড়ানো রয়েছে। সেখানে লেখা মুর্শিদাবাদ ইসলামপুর। এরপরই মুর্শিদাবাদ ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখাতেই চিনতে পারে রাজ। পরে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করে অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। ইন্দ্রজিৎ জানান, হয়তো তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রীকে চেনে, আর খুব সহজেই তাকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে। আর হারানো ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রাজের পরিবার। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

 

 

spot_img
spot_img

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...