Thursday, August 21, 2025

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তরুণের জীবন বাঁচালেন ওসি সৌভিক ও তাঁর টিম

Date:

Share post:

ফের হাওড়া (Howrah) ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) তৎপরতায় প্রাণ বাঁচাল এক পথচারীর। সঠিক সময় একটি তরুণকে হাসপাতালে (Hospital) পৌঁছে দেন তিনি। সময় চিকিৎসা পেয়ে আপাতত বিপদমুক্ত তিনি।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ওসি সৌভিক চক্রবর্তী ও সার্জেন্ট সমরেশ ঘোষ মহাত্মা গান্ধী রোডের মোড়ের কাছে ডিউটিতে ছিলেন। হঠাৎ একটি তরুণ তাঁদের কাছে গিয়ে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। আল আমিন নামের ওই তরুণ মাত্রাতিরিক্ত ঘামছিলেন। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। আল আমিনকে জল খাওয়ান ওসি সৌভিক। কিন্তু তাও অব্যবস্থার উন্নতি না হলে, সৌভিক তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ততক্ষণে তরুণ অজ্ঞান হয়ে যান।

এক মুহুর্তে সময় নষ্ট না করে ট্রাফিক কন্ট্রোল রুমে জানিয়ে রীতিমতো গ্রিন করিডর করে নিজের গাড়িতেই আমিনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সৌভিক চক্রবর্তী ও সমরেশ ঘোষ। হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন ওসি। আমিনের ইসিজি করা হয়। জ্ঞান ফিরলে বাবার মোবাইল নম্বর দেন তরুণ।

উলুবেড়িয়ার বাসিন্দা আল আমিন শ্যামবাজার এলাকায় কাজ করেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বৃহস্পতিবার সকালে তিনি এক চিকিৎসককে দেখান। তাঁর পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরেই আরও অসুস্থ বোধ করেন বলে পুলিশ সূত্রে খবর।

রাতে আমিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিত্সকদের মতে, রোগীকে সঠিক সময়ে হাসপাতালে আনা হয়েছিল। আর দেরি হলে মারাত্মক পরিণতি হতে পারে। ওসি সৌভিক চক্রবর্তীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল আমিনের বারা। তাঁর কথায়, ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছেন সৌভিক ও তাঁর টিম।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...