রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার প্রেস সেক্রেটারিকে রিলিজ করলেন রাজ্যপাল

রাজ্যপালের প্রেস সেক্রেটারি পদে রিলিজ পাওয়ার পর শেখর বন্দ্যোপাধ্যায় ফিরে গিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে

রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) প্রেস সেক্রেটারি (Press Secretary) পদ থেকে শেখর বন্দ্যোপাধ্যায়কে (Sekhar Banerjee) রিলিজ করা হল। খোদ রাজ্যপাল আনন্দ বোস তাঁকে রিলিজ করেছেন বলে রাজভবন সূত্রে খবর। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এদিকে জানা যাচ্ছে, রাজ্যপালের প্রেস সেক্রেটারি পদে রিলিজ পাওয়ার পর শেখর বন্দ্যোপাধ্যায় ফিরে গিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে। রাজ্যপালের প্রেস সচিব হিসেবে গত জানুয়ারি মাসে নবান্ন থেকে তিন জনের নামের একটি তালিকা রাজভবনে পাঠানো হয়েছিল। সেখান থেকে ইন্টারভিউ নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। তবে আচমকা রাজ্যপাল তাঁকে রিলিজ করে দেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীর রিলিজের পর থেকে এখনও রাজ্যপালের প্রধান সচিবের পদটি ফাঁকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

 

 

Previous articleটমেটোয় সোনা! এক মাসেই কোটিপতি মহারাষ্ট্রের কৃষক
Next article৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন