রবিবাসরীয় রাজধানীতে বোমাতঙ্ক! হুমকি মেইল এলো হাসপাতালে 

নির্বাচনী আবহে একের পর এক হুমকি। এবার টার্গেট রাজধানীর হাসপাতাল (Hospitals in Delhi)। গত ১ মে আচমকাই দিল্লির কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার প্রায় দু সপ্তাহের মাথায় এবার দুই হাসপাতালে বোমা রাখা আছে বলে এলো হুমকি ইমেইল। উদ্বেগ দিল্লি প্রশাসনের (Delhi Police)।

দিল্লি ফায়ার সার্ভিস (Delhi Fire Service) সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই দুটি হাসপাতালে বোমা রাখা আছে বলে মেইল আসে। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে ইমেইল করে বলা হয় যে সেখানে বোমা রাখা আছে। খুব স্বাভাবিকভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত দুই হাসপাতালে পৌঁছে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়নি বলেই খবর। মে মাসে পয়লা তারিখে চাণক্যপুরীর সংস্কৃত স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল-সহ বেশ কয়েকটি স্কুলে বোমা রাখা আছে বলে ভুয়ো ইমেল এসেছিল। গত মাসে একই রকম হুমকি মেল এসেছিল দেশের ২৪টি বিমানবন্দরে। এবার হাসপাতালগুলোতে বোমাতঙ্কের হুমকি আসায় উদ্বেগ বাড়ছে দিল্লিবাসীর।

 

Previous articleব্যাটিং-এ নিজের নতুন স্টাইল নিয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন তিনি?
Next articleমোদির মেরুকরণের রাজনীতি, ধুইয়ে দিলেন মমতা