Sunday, November 9, 2025

একুশের বিধানসভা নির্বাচনের থেকেও তেইশের পঞ্চায়েত ভোটে আরও ভরাডুবি হল বিজেপির। এমনকী, বিধানসভা ভোটে উত্তরবঙ্গের যে সকল জায়গায় পদ্মের চাষ হয়েছিল, সেখানেও পঞ্চায়েতে ঘাসফুল গজিয়েছে। দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুরদের বুথে হেরেছে বিজেপি। এখানেই শেষ নয়, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)দত্তক নেওয়া চকরাম গ্রামেও হার বিজেপির। লজ্জা থাকলে সুকান্তর ওই গ্রামে আর যাওয়া উচিত নয় বলে কটাক্ষ তৃণমূলের।

প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকরাম গ্রাম। ইতিহাসের পাতায় উল্লেখিত বীর চুরকা মুর্মুর গ্রাম। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে গতবার জিতেছিল বিজেপি। সাংসদ হওয়ার পর অর্থাৎ ২০১৯ সালে ওই গ্রামকে দত্তক নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রামে বেশ কিছু সৌরবাতি লাগিয়েছিলেন সাংসদ তহবিলের টাকায়। তবে রাস্তাঘাট, নিকাশি বা গ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংসদের বড় ক্ষোভ উগরে দিয়েছিলেন গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই। যার প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে।

গ্রাম সংসদেই শতাধিক ভোটে হেরেছে বিজেপি। চকরাম সংসদে মোট ভোট পড়েছে ১০৭৩ জন। সেখানে তৃণমূল প্রার্থী সুধা দেবনাথ পেয়েছেন ৪৮৯টি। বিজেপি প্রার্থী অষ্টমী দেবনাথ পেয়েছেন ৩৭৭টি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে এভাবে বিজেপির হার নিয়ে জোরচর্চা গোটা রাজ্যে।

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version