Saturday, August 23, 2025

ব‍্যর্থ পুজারা-সূর্যকুমাররা, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

Date:

দলীপ ট্রফি চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। এবারের দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। সেই ম্যাচের প্রথম থেকেই এগিয়ে থাকে দক্ষিণাঞ্চল। ব‍্যর্থ পশ্চিমাঞ্চলের পৃথ্বী শা, চেতেশ্বর পুজারা, সূর্যকুমার যাদবরা। ফাইনালের ম‍্যাচে বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি হনুমা বিহারী, ময়ঙ্ক আগরওয়ালরা।

প্রথমে ব‍্যাট করে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২১৩ রান। তার জবাবে পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২৩০ রান। করায় পশ্চিমাঞ্চল দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান। কিন্তু সেই রান তারা করতে গিয়ে ২২২ রানেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ইনিংস। শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও লক্ষ্যে পৌঁছতে পারল পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের হয়ে দুই ইনিংসেই ব‍্যর্থ পুজারা। ব‍্যর্থ হন সূর্যকুমার যাদবও। প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ব‍্যর্থ পৃথ্বী শা। তবে দ্বিতীয় ইনিংসে ভাল খেললেন অধিনায়ক প্রিয়ঙ্কও। ৫ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। করলেন ৯৫ রান। লড়াই করেন সরফারাজ খানও। দ্বিতীয় ইনিংসে করেন ৪৮ রান।

রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২২২ রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। এই ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে চার উইকেট নেন কৌশিক এবং সাই কিশোর। তবে প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া বিদ্ধার্থ কাভেরাপ্পা এই ইনিংসে মাত্র নেন এক উইকেট। আর সেই সঙ্গে ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ম্যাচের সেরা এবং সিরিজ সেরা হয়ন কাভেরাপ্পাই।

আরও পড়ুন:নিয়মের বেড়াজাল, টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না টিম ইন্ডিয়ার

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version