উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বানভাসি পরিস্থিতি নয়। তাই ভারী বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। কিন্তু অফিস বলছে অন্য কথা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী আগামী অন্তত ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরই মাঝে রাজ্যের শাসক দল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। ওইদিন আবহাওয়া কেমন থাকবে সেদিকে অনেকের নজর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হালকা বৃষ্টি হতে পারে আগামী ২১ জুলাই। আপাতত প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। ফলে অঘোষিত “প্রথা” মেনে বৃষ্টি হবে, তবে তা তৃণমূলের সমাবেশ ভাসাতে পারবে না।
হাওয়া অফিস আরও জানিয়েছে, জানা দুই বঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন একই থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। থাকবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন- ডা.য়ালিসিস কর্মসূচি রূপায়নের কাজে গতি আনতে ১৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের
