Monday, August 25, 2025

দিল্লির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এবার তুলে ধরা হবে বাংলার উন্নয়ন। প্রাথমিকভাবে এরকমটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রস্তাবিত কুচকাওয়াজের অনুষ্ঠান রাজ্য সরকার আরও বর্ণময় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে প্রাথমিকভাবে প্রস্তুতি-বৈঠক করেন। সব দফতরকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক কাজকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে বলে নবান্ন-সূত্রে জানা গিয়েছে।

আগে অবশ্য সাধারণতন্ত্র দিবসের ট্যাবলাতে রাজ্যের পক্ষ থেকে বাংলার দুর্গাপুজোকে ট্যাবলো আকারে প্রদর্শিত করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ১০০ দিনের গ্রামীণ কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে— একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে— রাজ্য আর্থিক বঞ্চনার শিকার হয়েছে বলে সরব হয়েছেন। বাংলার টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে দিল্লির রাজপথে তুলে ধরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বাংলার উন্নয়নমূলক কাজের মধ্যে কোন কোন প্রকল্পকে তুলে আনা হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। সূত্রের খবর, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু-সহ কয়েকটি প্রকল্প অগ্রাধিকার পেতে পারে। সোমবারের বৈঠকে এ-ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- ২১ জুলাইয়ের সমাবেশকে সফল করতে মহামিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version