Wednesday, January 14, 2026

গণতন্ত্র রক্ষায় একযোগে ল.ড়াই, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের খসড়া তৈরি সোম-সন্ধ্যায়

Date:

Share post:

মঙ্গলবার সারাদেশের নজর বেঙ্গালুরুতে। সেখানেই কেন্দ্র বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। তার আগের দিন অর্থাৎ সোমবার সন্ধেয় তৈরি হল বৈঠকে আলোচনার খসড়া। প্রধানত, গণতন্ত্র রক্ষায় বিজেপিকে হঠানোর ডাক দিয়ে এককাট্টা বিরোধীরা। সেটাকে সামনে রেখেই লড়াইয়ের রূপরেখা তৈরি হবে। পাশাপাশি, ইউপিএ- জায়গায় এই জোটের নয়া নামকরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানেই বিজেপিকে ধাক্কা দিতে চাইছে বিরোধী জোট। সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে জাতীয় দলের বোঝাপড়া অত্যন্ত জরুরি। যেসব জায়গায় নির্বাচন সেখানে কোনওভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই লক্ষ্যে স্থির থেকেই জোট বাঁধতে হবে। পাশাপাশি, নজর থাকছে দিল্লি ও পাঞ্জাবে। পাটনার বৈঠকে আপের সঙ্গে কংগ্রেসের তুমুল গোলমাল বাধে। সেবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যস্থতায় বৈঠক বানচাল হওয়ার থেকে রক্ষা পায়। প্রধানত তাঁর উদ্যোগেই বেঙ্গালুরুর বৈঠকেও এসেছে আপ। শুধু তাই নয়, কংগ্রেসের পাশে নৈশভোজও যোগ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারকে হঠাতে এককাট্টা বেশিরভাগ অ-বিজেপি (BJP) দল। পাটনার পর মঙ্গলবার বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru)। পাটনার (Patna) ১৬টি দলের জায়গায় বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে ২৬টি কেন্দ্র-বিরোধীদল।

সোমবারই নৈশভোজের আবহে ঘরেয়াভাবে জোটের নেতৃত্ব নিজেদের মধ্যে আলাপচারিতায় সারেন। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিরোধী জোটের বৈঠক। এর আগে পার্টনার প্রথম বৈঠকে যেখানে আলোচনা শেষ হয়েছিল, বেঙ্গালুরুর বৈঠকে সেখান থেকেই আলোচনা শুরু হবে।

লোকসভা নির্বাচনের ঠিক একবছর বাকি। তাই এখন থেকেই দেশ জুড়ে বিজেপি-বিরোধিতায় ঝাঁপিয়ে পড়তে চান বিরোধী জোটের নেতৃত্ব। এবারের বৈঠকে বিরোধী জোটের একটি উপযুক্ত নাম ঠিক করার পরিকল্পনা রয়েছে।

 

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম চালিকাশক্তি। রয়েছেন নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব-সহ একাধিক প্রবীণ নেতা। একইসঙ্গে রয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবের মতো তরুণ তুর্কিরাও। সব মিলিয়ে আগামী দিনে সব দিক থেকেই বিজেপি সরকারকে শুধু বিপাকে ফেলতে নয়, দিল্লির মসনদ থেকে সমূলে উপড়ে ফেলতে একযোগে মাঠে নামতে চলেছেন জোটের নেতৃত্ব।

আরও পড়ুন- ১০০ ডায়ালে নতুন জীবন! মহিলার আ.ত্মহত্যা আটকাল কলকাতা পুলিশ

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...