জাতীয় ডায়ালিসিস কর্মসূচি রূপায়নের কাজে গতি আনতে স্বাস্থ্য দফতর রাজ্যস্তরের প্রযুক্তি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার নেতৃত্বে ১৮ সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। রাজ্যে ডায়ালিসিস পরিকঠামোর মানোন্নয়নে এই কমিটি কাজ করবে।

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়গনস্টিক পরিষেবা দেওয়ার জন্যে রাজ্য সরকার চলতি বছরে মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এ ছাড়াও ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ন্যাশনাল ফ্রি ডায়গনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়গনস্টিক সেন্টার তৈরি হয়েছে।
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিনা মূল্যে রোগ নির্ণয় পরিকাঠামো নির্মাণের জন্য রাজ্য সরকার ১৬ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। ওই টাকায় সিটি স্ক্যান, ডিজিটাল রেডিয়োগ্রাফি, এমআরআই এবং পেট সিটি স্ক্যানার যন্ত্র কেনা হবে। এজন্য জন্যে মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এ ছাড়াও ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে আরও ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ন্যাশনাল ফ্রি ডায়গনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়গনস্টিক সেন্টার তৈরি হয়েছে। সেই পরিষেবা আরও সম্প্রসারিত করতে নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- মেগা বৈঠকের আগে নৈশভোজ! মঙ্গলে মমতা-সোনিয়া-নীতীশসহ বৈঠকে বিজেপি বিরোধী ২৬ দল
