মেগা বৈঠকের আগে নৈশভোজ! মঙ্গলে মমতা-সোনিয়া-নীতীশসহ বৈঠকে বিজেপি বিরোধী ২৬ দল

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। দিল্লি থেকে মোদি সরকারকে হঠাতে এককাট্টা বেশিরভাগ অ-বিজেপি (BJP) দল। পাটনার পর মঙ্গলবার বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru)। পাটনার (Patna) ১৬টি দলের জায়গায় বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে ২৬টি কেন্দ্র-বিরোধীদল।

বেঙ্গালুরুর মেগা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পৌঁছেছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী (Sonia Gandhi), সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরডেজি প্রধান লালুপ্রসাদ যাদব, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্যরা। এবারের বৈঠকে ২৪টি দল হাজির থাকছে। স্বাভাবিকভাবেই বিরোধী জোট এবার আরও শক্তিশালী। সোমবারই একটি নৈশভোজের আবহে ঘরেয়াভাবে জোটের নেতৃত্ব নিজেদের মধ্যে আলাপচারিতায় বসেছেন। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিরোধী জোটের বৈঠক। এর আগে পার্টনার প্রথম বৈঠকে যেখানে আলোচনা শেষ হয়েছিল, বেঙ্গালুরুর বৈঠকে সেখান থেকেই আলোচনা শুরু হবে।

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা

লোকসভা নির্বাচনের ঠিক একবছর বাকি। তাই এখন থেকেই দেশ জুড়ে বিজেপি-বিরোধিতায় ঝাঁপিয়ে পড়তে চান বিরোধী জোটের নেতৃত্ব। এবারের বৈঠকে বিরোধী জোটের একটি উপযুক্ত নাম ঠিক করার পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরুর বৈঠকে এমডিএমকে, কেএমডিকে, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (মানি), ভিসিকে, আইইউএমএল অ-বিজেপি জোটে যোগ দেবে বলে সূত্রের খবর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এনডিএ জোটেই ছিল এমডিএমকে এবং কেএমডিকে। পরবর্তী সময়ে বিজেপির বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে দুই দলই এনডিএ ছেড়ে বেরিয়ে যায়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম চালিকাশক্তি। রয়েছেন নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব-সহ একাধিক প্রবীণ নেতা। একইসঙ্গে রয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবের মতো তরুণ তুর্কিরাও। সব মিলিয়ে আগামী দিনে সব দিক থেকেই বিজেপি সরকারকে শুধু বিপাকে ফেলতে নয়, দিল্লির মসনদ থেকে সমূলে উপড়ে ফেলতে একযোগে মাঠে নামতে চলেছেন জোটের নেতৃত্ব।

 

 

Previous articleপ্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা
Next articleডা.য়ালিসিস কর্মসূচি রূপায়নের কাজে গতি আনতে ১৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের