Thursday, August 21, 2025

সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে মমতার ভূয়সী প্রশংসা

Date:

সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিরূপ মত প্রকাশ করেন বলেই ধারনা। তবে, মুখ্যমন্ত্রীর বিষয়ে তিনি বরাবরই শ্রদ্ধাশীল। ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) গলায় তৃণমূল (TMC) সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

এদিন, এক মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিচারপতি। সরাসরি নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি বলেন, সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যারের প্রসঙ্গে বার সম্পাদক জনান, ‘‘তিনি আমাদের জগতের মানুষ। রীতমতো মেম্বারশিপ রয়েছে।’’

নিয়োগ মামলায় বারবার বিভিন্ন মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে চর্চা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ে উচ্চতর বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজনৈতিক মহলে নানা টিপ্পনিও হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী বারবার নিজের মন্তব্যে আদালতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। অতীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখোমুখি হন। সেখানেও সৌজন্য বিনিময় করেন দুজনে। সেই সময় তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।‘‘

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version