২১ জুলাইয়ের সমাবেশকে সফল করতে মহামিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

0
3

২১ জুলাই ধর্মতলার ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। আহ্বান জানাল সমাবেশকে সফল করার। সোমবার বিকেলে তৃণমূল মহিলা কংগ্রেসের এক বিশাল মিছিল পরিক্রমা করে মহানগরীর রাজপথ। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হওয়া মিছিলের অভিমুখ ছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং। শেষ হয় সেখানেই। নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাংসদ মালা রায়। চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, গোটা রাজ্যেই এদিন একুশে জুলাইকে সামনে রেখে মিছিল করেছে মহিলা কংগ্রেস। কলকাতার মিছিলটির উদ্যোক্তা উত্তর কলকাতা জেলা সভানেত্রী কাউন্সিলর সোহিনী মুখোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- যানজট-দূষণ কমাতে ধর্মতলায় ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা রাজ্যের