Wednesday, November 12, 2025

বেঙ্গালুরু পৌঁছালেন শরদ পাওয়ার, বিরোধী বৈঠকের আগে নীতীশ বিরোধী পোস্টার

Date:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক।

আরও পড়ুন:গণতন্ত্র রক্ষায় একযোগে ল.ড়াই, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং অন্য কিছু বিরোধী নেতা, যাঁরা প্রথম দিনের বৈঠকে যোগ দিতে পারেননি আজ মঙ্গলবার তাঁরাও দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন শরদ পাওয়ার।


এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের অন্যতম মুখ নীতীশ কুমারকে লক্ষ্য করে, বেঙ্গালুরুর রাস্তায় ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছে। তাঁকে “আন্সটবল প্রধানমন্ত্রী পদপ্রার্থী” হিসাবে বর্ণনা করা হয়েছে এই পোস্টারে। এর পাশাপাশি বিহারে সম্প্রতি ভেঙে পড়া সেতুর কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে এবং তার ছবিও দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিরোধী নেতাদের বৈঠকের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে পোস্টার এবং ব্যানারগুলি চালুক্য সার্কেল, উইন্ডসর ম্যানর ব্রিজ এবং হেব্বালের কাছে বিমানবন্দর সড়কে লাগানো হয়েছিল। তবে পরে পুলিশ এসব ব্যানার সরিয়ে নেয়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version