ছেলের পড়ার খরচ মেটাতে চলন্ত বাসের সামনে ঝাঁ.প মহিলার! 

সকালে প্রথমে একটি বাসের সামনে ঝাঁ.প দিয়ে আত্মহ.ত্যার চেষ্টা করেছিলেন মহিলা। কিন্তু সে বার বাইকের ধা.ক্কায় জখম হন তিনি।

কিছুতে আর ছেলের কলেজের ফি (College fees) এর ব্যবস্থা করা যাচ্ছিল না। অগত্যা চরম সিদ্ধান্ত নিলেন মা। দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেয়। সেই টাকায় ছেলের পড়াশুনাটা হয়ে যাবে। তাই তামিলনাড়ুর সালেমের (salem, Tamilnadu) বছর ৪৫-এর এক মহিলা চলন্ত বাসের সামনে ঝাঁপ দিলেন।

মর্মান্তিক ঘটনার খবরে রীতিমতো চমকে উঠছেন নেটিজেনরা। পুলিশ বলছে, গত ২৮ জুন চলন্ত বাসের সামনে ঝাঁপ দেন পাপাথি নামে এক মহিলা। অর্থাভাবের ছেলের কলেজ ফি দিতে পারছিলেন না বলে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর প্রিয় মানুষদের বলেছিলেন যে দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেয়। কিন্তু এই ভাবনা থেকে যে এত বড় একটা সিদ্ধান্ত নেবেন তিনি একথা স্বপ্নেও ভাবেননি মহিলার আত্মীয়রা। ওই দিন সকালে প্রথমে একটি বাসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। কিন্তু সে বার বাইকের ধাক্কায় জখম হন তিনি। তারপরই বাসের সামনে ঝাঁপ আর মৃত্যু। মঙ্গলবারই এই খবর প্রকাশ্যে এসেছে।