Tuesday, May 20, 2025

সব জল্পনার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বুধবার সন্ধ্যাবেলা ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। একদিনের ফরম্যাটে আয়োজন হওয়া এই টুর্নামেন্টের আসর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান ছাড়াও নেপাল রয়েছে। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশকে রাখা হয়েছে। প্রত্যেকটা দলই নিজের নিজের গ্রুপে একটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটা গ্রুপের শীর্ষ দুই দল এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে যাবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট তিনটে ম্যাচ আয়োজিত হতে পারে।

আগামী ৩০ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজিত এই ম্যাচটি মুলতানে খেলা হবে। আর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। গোটা টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। আর বাকি ৯ ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ এবং আফগনিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচও পাকিস্তানেই আয়োজন করা হবে। এর পাশাপাশি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন করা হচ্ছে।

 

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version