Monday, November 10, 2025

সব জল্পনার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বুধবার সন্ধ্যাবেলা ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। একদিনের ফরম্যাটে আয়োজন হওয়া এই টুর্নামেন্টের আসর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান ছাড়াও নেপাল রয়েছে। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশকে রাখা হয়েছে। প্রত্যেকটা দলই নিজের নিজের গ্রুপে একটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটা গ্রুপের শীর্ষ দুই দল এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে যাবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট তিনটে ম্যাচ আয়োজিত হতে পারে।

আগামী ৩০ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজিত এই ম্যাচটি মুলতানে খেলা হবে। আর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। গোটা টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। আর বাকি ৯ ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ এবং আফগনিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচও পাকিস্তানেই আয়োজন করা হবে। এর পাশাপাশি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন করা হচ্ছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version