Saturday, August 23, 2025

মা-বাবার সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। শেষমেশ মেজাজ হারিয়ে ভারী বস্তু দিয়ে মা ও বাবার মাথায় আঘাত থেঁতলে খুনই করে বসলেন বেঙ্গালুরুর যুবক। ঘটনার পরই বাইরে থেকে দরজায় তালা দিয়ে বেপাত্তা হয়ে যান তিনি। এ খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও মূল অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃপুরনিয়োগ মাম.লায় OMR শিটের সন্ধানে সিবিআই!

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের কোডিগেহাল্লি এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শরৎ (২৭)। গত সোমবার বাবা ভাস্কর (৬১) এবং মা শান্তাকে (৬০) খুন করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় সে। পুলিশ জানিয়েছে দম্পতির দুই সন্তান। বড় ছেলে সাজিথ কাছেই ডিন্ডলু এলাকায় আলাদা থাকেন। ছোট ছেলের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের বক্তব্য, ছেলের সঙ্গে দম্পতির নিত্য অশান্তি লেগে থাকত। এর ফলেই হত্যার কাণ্ডের দিন সাহায্যের জন্য দম্পতি চিৎকার করতে থাকেন। কিন্তু রোজকার অশান্তি ভেবেই প্রতিবেশীরা এতে বিশেষ এগিয়ে আসেননি। তবে এমনটা যে ঘটতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

এদিকে, সাজিথ বাবা-মাকে ফোন করার পরেও ফোন না তোলায় বাবা-মায়ের খবর নিতে ছুটে আসেন তিনি। বাইরের দরজায় তালা দেখেই তাঁর মনে সন্দেহ হয়। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা এবং মা ।সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে।দেহদুটি ময়নাতদন্তের পর তদন্ত শুরু করে পুলিশ। উত্তর-পূর্ব বেঙ্গালুরুর ডিসিপি বি এম লক্সি প্রসাদ জানান, রাগের মাথায় ভারী বস্তু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে দম্পতিকে। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version