Monday, May 19, 2025

শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ নিয়ে এবার প্রশ্ন তুলল খোদ হাই কোর্ট!

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচ নিয়ে কোনও বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দল নয়, এবার প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে আইনজীবী সুমন সিংহ (Suman Singha) হাই কোর্টের দ্বারস্থ হন। আগামী সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা।

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে হলে হাই কোর্টের অনুমতি নিতে হবে- এই মর্মে ‘রক্ষাকবচ’ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী সুমন সিংহ। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও FIR করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?”

মামলাকারী সুমনের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন দলীয় প্রচার সভায় বিজেপি কর্মীদের ব্যালট বাক্স ছিনিয়ে নষ্ট করে দেওয়ার উস্কানি দিয়েছেন দলের বিধায়ক। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, রাজ্যে কীভাবে ৩৫৫ ধারা জারি করানো যায়- সেটা তিনি জানেন। একাধিক রাজনৈতিক সভায় শুভেন্দুর মন্তব্য এবং সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে এফআইআরদের অনুমতি চেয়েছেন ওই আইনজীবী। এই আবেদনের শুনানি আগামী সপ্তাহে।

আরও পড়ুন- তৃণমূলের একুশে সমাবেশে ৫ হাজার পুলিশকর্মী, নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শহর

 

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version