Tuesday, November 11, 2025

ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া অধ্যায়! পিছিয়ে পড়ল চিন- পাকিস্তান

Date:

ফের হাতে হাত ভারত- বাংলাদেশের (India v/s Bangladesh)। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চালু হয়েছে ভারতীয় মুদ্রায় (Indian Currency)। আগামী মাস দুয়েকের মধ্যেই আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত হতে চলেছে। বড় খবর দিল্লির (Delhi)আর্থিক সহায়তায় একাধিক প্রকল্প চালু করতে চলেছে ঢাকা (Dhaka)। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ (G-20)ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ভারত বর্তমানে ওই গোষ্ঠীর সভাপতি পদে আসীন। বাংলাদেশ জি-২০-র সদস্য নয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২ এর পর ৬৫-কিলোমিটার খুলনা-মংলা বন্দর রেলওয়ে এবং আখাউড়া এবং আগরতলা রেলওয়ে লিঙ্কেরও উদ্বোধন হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রকল্পগুলির সূচনা করবেন বলে মনে করা হচ্ছে। ভারত-বাংলাদেশের একের পর এক পদক্ষেপে কার্যত পিছিয়ে পড়েছে পাকিস্তান- চিন।

‘ভিশন ২০৪১’ নামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকারের আশা যে জি-২০ সম্মেলনে ভারত গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে গ্লোবাল সাউথের কথা বলবে। এছাড়া ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির অনুমতিও দিয়েছে ভারত সরকার। মঙ্গলবারের বৈঠকে ভারতকে ধন্যবাদ জানিয়ে হাসিনা জানান ভারত একই ধরণের সহযোগিতা ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্যও করবে। নয়া দিল্লি সূত্রে খবর, ভারতীয় রুপির পাশাপাশি এরপর বাংলাদেশি টাকাতেও দু-দেশের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হবে। রুপি কার্ড এবং টাকা কার্ড চালু করা নিয়ে কথা বার্তা প্রায় পাকা। ৬৫ কিলোমিটার দীর্ঘ খুলনা-মংলা বন্দর আখাউড়া বাংলাদেশ এবং আগরতলা ভারত রেলওয়ে লিঙ্ক প্রকল্পে ভারত সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। কূটনৈতিক মহল দাবি করছে যে এর ফলে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। তাতে কিছুটা হলেও বিপাকে পড়তে পারে পাকিস্তান ও চিন। সাম্প্রতিক কালে অরুণাচল দখল নিয়ে লাল ফৌজের দেশের সঙ্গে নয়া দিল্লির সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানকে কোনও সহায়তা না করার কথা আগেই জানিয়েছে ভারত। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যত বাড়বে, শত্রু দেশের কপালে ততই বাড়ছে চিন্তার ভাঁজ।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version