Monday, August 25, 2025

ফের হাতে হাত ভারত- বাংলাদেশের (India v/s Bangladesh)। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চালু হয়েছে ভারতীয় মুদ্রায় (Indian Currency)। আগামী মাস দুয়েকের মধ্যেই আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত হতে চলেছে। বড় খবর দিল্লির (Delhi)আর্থিক সহায়তায় একাধিক প্রকল্প চালু করতে চলেছে ঢাকা (Dhaka)। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ (G-20)ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ভারত বর্তমানে ওই গোষ্ঠীর সভাপতি পদে আসীন। বাংলাদেশ জি-২০-র সদস্য নয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২ এর পর ৬৫-কিলোমিটার খুলনা-মংলা বন্দর রেলওয়ে এবং আখাউড়া এবং আগরতলা রেলওয়ে লিঙ্কেরও উদ্বোধন হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রকল্পগুলির সূচনা করবেন বলে মনে করা হচ্ছে। ভারত-বাংলাদেশের একের পর এক পদক্ষেপে কার্যত পিছিয়ে পড়েছে পাকিস্তান- চিন।

‘ভিশন ২০৪১’ নামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকারের আশা যে জি-২০ সম্মেলনে ভারত গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে গ্লোবাল সাউথের কথা বলবে। এছাড়া ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির অনুমতিও দিয়েছে ভারত সরকার। মঙ্গলবারের বৈঠকে ভারতকে ধন্যবাদ জানিয়ে হাসিনা জানান ভারত একই ধরণের সহযোগিতা ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্যও করবে। নয়া দিল্লি সূত্রে খবর, ভারতীয় রুপির পাশাপাশি এরপর বাংলাদেশি টাকাতেও দু-দেশের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হবে। রুপি কার্ড এবং টাকা কার্ড চালু করা নিয়ে কথা বার্তা প্রায় পাকা। ৬৫ কিলোমিটার দীর্ঘ খুলনা-মংলা বন্দর আখাউড়া বাংলাদেশ এবং আগরতলা ভারত রেলওয়ে লিঙ্ক প্রকল্পে ভারত সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। কূটনৈতিক মহল দাবি করছে যে এর ফলে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। তাতে কিছুটা হলেও বিপাকে পড়তে পারে পাকিস্তান ও চিন। সাম্প্রতিক কালে অরুণাচল দখল নিয়ে লাল ফৌজের দেশের সঙ্গে নয়া দিল্লির সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানকে কোনও সহায়তা না করার কথা আগেই জানিয়েছে ভারত। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যত বাড়বে, শত্রু দেশের কপালে ততই বাড়ছে চিন্তার ভাঁজ।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version