Thursday, August 21, 2025

উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় মহিলাদের চাকরি, জিমে যাওয়া সহ একা পার্কে বেড়াতে যাওয়ার মতো একধিক কাজকর্মের ওপর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার (Taliban Govt)। এবার মহিলাদের বিউটি পার্লারে (Beauty Parlor) যাওয়ার উপরেও পড়ল কোপ। এবার থেকে আফগানিস্তানে আর পার্লারে যেতে পারবেন না মহিলারা।

আর তালিবান সরকারের এমন সিদ্ধান্তের ফলে কাজ হারাচ্ছেন কমপক্ষে ৬০ হাজারেরও বেশি মহিলা। এমন সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে কাবুলের (Kabul) বুচার স্ট্রিটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন প্রায় ৫০ মহিলা। ব্যানারে লেখা, “আমাদের রুজি-রুটি ছিনিয়ে নিও না।”

তবে আচমকা কেন মহিলারা বিউটি পার্লারে যেতে পারবেন না? আফগানিস্তানের তালিবান জঙ্গিগোষ্ঠীর সাফাই, মহিলারা নাকি বিউটি পার্লারে বেহিসেবি খরচ করেন। আর সেকারণেই এখনই পার্লার বন্ধ করতে হবে  বলে ফরমান জারি করা হয়েছে। তবে এবার আর মুখ বন্ধ করে তালিবানি ফতোয়া মানতে রাজি নন আফগান মহিলারা। আর তাই বুধবার পথে নেমে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আন্দোলনকারীদেরই কয়েকজন সামাজিক মাধ্যমে সেই ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী মহিলাদের থামাতে তালিবানি পুলিশ শূন্যে গুলিও চালিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালিবান প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version