Thursday, August 21, 2025

চূড়ান্ত অব্যবস্থা ও সরকারের অসহযোগিতা: মণিপুর প্রসঙ্গে সরব তৃণমূলের প্রতিনিধি দল

Date:

গত তিন মাস ধরে ভয়াবহ হিংসায় জর্জরিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। হিংসাদগ্ধ এই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিল তৃণমূলের(TMC) ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে রাজ্যের ভয়াবহ অবস্থার ছবিটা তুলে ধরলেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমের ছবি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নয়। আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছি কী ভয়ংকর অবস্থায় রয়েছে মণিপুরবাসী।”

টানা দুই মাস ধরে সড়ক এবং জাতীয় সড়ক বন্ধ থাকার জন্য তৃণমূলের প্রতিনিধিরা ইম্ফল থেকে চূড়াচাঁদপুর পর্যন্ত যান হেলিকপ্টারে। একাধিক অস্থায়ী শিবির পরিদর্শন করেন তৃণমূল সাংসদরা। চূড়ান্ত অব্যবস্থা এবং সরকারের অসহযোগিতায় মনিপুরবাসী অনিশ্চিত জীবন কাটাচ্ছেন শিবিরগুলিতে। ক্ষোভের সঙ্গে তারা জানালেন , “রাজ্যপাল এবং স্থানীয় সাহায্যেই চলছে এই শিবিরগুলি। প্রায় শতাধিক শিশু এবং সদ্যোজাত রয়েছে শিবিরগুলিতে কিন্তু নেই কোন শিশু খাদ্যর ব্যবস্থা।” অব্যবস্থার ভয়াবহ ছবিটা তুলে ধরে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “এক একটা ঘরে বসবাস করছেন ১০ থেকে ১৫ জন শুধুমাত্র দুটি বাল্বের আলোর ওপর ভরসা করে। নেই কোন ফ্যানের ব্যবস্থাও। তৃণমূলের প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা । বৃহস্পতিবার দুপুরে গোরাচাঁদপুর থেকে ফেরার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান ,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশেই আমরা শান্তির বার্তা নিয়ে এসেছিলাম মণিপুরে ।”

Related articles

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...
Exit mobile version