Saturday, May 3, 2025

উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় মহিলাদের চাকরি, জিমে যাওয়া সহ একা পার্কে বেড়াতে যাওয়ার মতো একধিক কাজকর্মের ওপর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার (Taliban Govt)। এবার মহিলাদের বিউটি পার্লারে (Beauty Parlor) যাওয়ার উপরেও পড়ল কোপ। এবার থেকে আফগানিস্তানে আর পার্লারে যেতে পারবেন না মহিলারা।

আর তালিবান সরকারের এমন সিদ্ধান্তের ফলে কাজ হারাচ্ছেন কমপক্ষে ৬০ হাজারেরও বেশি মহিলা। এমন সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে কাবুলের (Kabul) বুচার স্ট্রিটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন প্রায় ৫০ মহিলা। ব্যানারে লেখা, “আমাদের রুজি-রুটি ছিনিয়ে নিও না।”

তবে আচমকা কেন মহিলারা বিউটি পার্লারে যেতে পারবেন না? আফগানিস্তানের তালিবান জঙ্গিগোষ্ঠীর সাফাই, মহিলারা নাকি বিউটি পার্লারে বেহিসেবি খরচ করেন। আর সেকারণেই এখনই পার্লার বন্ধ করতে হবে  বলে ফরমান জারি করা হয়েছে। তবে এবার আর মুখ বন্ধ করে তালিবানি ফতোয়া মানতে রাজি নন আফগান মহিলারা। আর তাই বুধবার পথে নেমে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আন্দোলনকারীদেরই কয়েকজন সামাজিক মাধ্যমে সেই ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী মহিলাদের থামাতে তালিবানি পুলিশ শূন্যে গুলিও চালিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালিবান প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

 

 

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version