Wednesday, August 27, 2025

দলনেত্রীর নেতৃত্বেই ২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপি উৎখাত হবে: সুব্রত বক্সি

Date:

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হচ্ছে। দলের সব স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়েছেন। লক্ষাধিক মানুষের সমাগমে সরগরম ধর্মতলা চত্বর।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, তৃণমূল কর্মী সমর্থকরা নেত্রীর দেখানো পথে আগামী দিনে লড়াই করবেন। আগামী লোকসভা ভোটের রুপরেখা আজ দলের নেত্রী জানাবেন।আজ বাংলার ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন তাদের শ্রদ্ধা জানাই। আমাদের সঙ্গে দলনেত্রীর পাশাপাশি আছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর লড়াই আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে।লোকসভা ভোটে বিজেপিকে হটাতে INDIA জোট তৈরি হয়েছে। এই জোটের সর্বাগ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার বলেন, নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব।লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ ছাড়া করতে হবে। সর্বাগ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়াইয়ের রসদ জোগাতে সঙ্গে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version