রাজ্যের আদিবাসী মানুষের পাশে একমাত্র আছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ধর্মতলায় তৃণমূলের (TMC) মহাসমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)।
আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে BJP সরকারকে হটানোর ডাক দেন বীরবাহা। তিনি জানান, আদিবাসী মানুষের আবেদন মেনে সারি ধর্মকে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে সেই বিষে প্রয়োজনীয় চিঠি কেন্দ্রীয় সরকারে কাছে পাঠানো হয়েছে। কিন্তু বিজেপির কোন সহৃদয় নেতা সেটাকে গ্রাহ্য করেননি-তীব্র কটাক্ষ করেন বীরবাহা।
বিজেপি সরকারে তাঁদের উচ্ছেদ করতে চাইছে বলে অভিযোগ করেন জঙ্গলকন্যা বীরবাহা। তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলার মানুষকে বলব বিজেপিকে জবাব দিন। তাঁর কথায়, রাজ্যের আদিবাসী মানুষের পাশে একমাত্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ২০২৪-এ বিরোধী জোট INDIA-কে জিতিয়ে মোদি সরকারকে দিল্লি থেকে উৎখাতের ডাক দেন বীরবাহা।
আরও পড়ুন:চা শ্রমিকদের উন্নতিকল্পে মমতা-অভিষেকের কৃতিত্বের কথা একুশের মঞ্চে মনে করালেন প্রকাশ