Saturday, May 3, 2025

মণিপুরের মহিলাদের উপর অ.ত্যাচারের ঘটনায় গ্রে.ফতার ৪, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

Date:

মণিপুরের (Manipur) ঘটনায় মাথা নিচু হয়েছে দেশের। বিগত কয়েক মাস ধরেই দুই জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। আর এমন আবহেই প্রকাশ্যে এসেছে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো। বুধবার ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব হন সকলে। এই ঘটনার পরই ভাইরাল ভিডিয়ো দেখে প্রথমেই এক অভিযুক্তকে গ্রেফতার করে মণিপুর পুলিশ (Manipur Police)। আর বৃহস্পতিবার সন্ধেয় ফের গ্রেফতার করা হল আরও ৩ অভিযুক্তকে। এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে টুইট করে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনায় মণিপুরের মুখ্য সচিব ও ডিজিপির কাছে রিপোর্ট চেয়ে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে এনএইচআরসি। তদন্তের অগ্রগতি-সহ নির্যাতিতাদের শারীরিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় বৃহস্পতিবার সকালেই একজনকে গ্রেফতার করা হয়েছিল। তার নাম হুইরাম হেরোদাস মেইতি। এরপর আরও ৩ জনকে গ্রেফতার করার কথা জানাল মণিপুর পুলিশ। তাদের নাম অবশ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

মণিপুর পুলিশ টুইটারে আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে, হাড়হিম করা ওই ভিডিয়ো দেখার পরই তীব্র নিন্দা করেন মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

 

 

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version