Saturday, August 23, 2025

একুশের মঞ্চে ‘জয় INDIA স্লোগান’! অভিষেককে ‘নব যৌবনের অগ্রদূত’ সম্বোধন শোভনদেবের

Date:

একুশে জুলাইয়ে (21 July) নতুন ভোরের সন্ধান। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, গোটা বাংলার রাস্তা আজ ধর্মতলামুখী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। আর শুক্রবার ২১ এর মঞ্চ থেকে মোদি বিরোধী জয় INDIA স্লোগান (Joy India Slogan) তুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। সমাবেশের একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার দলনেত্রী ঘোষণা করেছিলেন, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।” আর দলনেত্রীর এই বার্তাকেই এদিন একুশের মঞ্চে তুলে ধরলেন শোভনদেব।

এদিন বক্তব্যের শুরুতেই কৃষিমন্ত্রী মনে করিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর সিপিএমের (CPIM) লাগাতার অত্যাচারের কথা। পাশাপাশি শোভনদেবের বক্তব্যে বাদ পড়েনি দিল্লির স্বৈরাচারী, পৈশাচিক, পুঁজিবাদী বিজেপি সরকারের কথা। তবে শোভনদেব এদিন কার্যত হুঙ্কারের সুরে বলেন, সবাই হারতে পারে কিন্তু চব্বিশে ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না। অন্যদিকে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে রামধনু জোট প্রসঙ্গে শোভনদেব মনে করিয়ে দেন, রামধনু জোট লাগাতার তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘নব যৌবনের অগ্রদূত’ বলে সম্বোধন করেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা।

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version