Thursday, December 25, 2025

যোগীরাজ্যেও গেরুয়া সন্ত্রা.স! বিশ্ববিদ্যালয়ে তা.ণ্ডব এবিভিপি-র

Date:

Share post:

এবার যোগীরাজ্যের (Yogi State) গোরক্ষপুরে (Gorakhpur) এবিভিপি-র (ABVP) সদস্যদের তাণ্ডব। বাদ গেল না বিশ্ববিদ্যালয়ও। এবার দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে (Deendayal Upadhyay University) তাণ্ডব চালাল এবিভিপির কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, অধ্যক্ষ ও প্রোক্টরকে এদিন মাটিতে ফেলে কিল, চড় ও লাথি মারার অভিযোগ ওঠে। পাশাপাশি এদিন অধ্যক্ষের ঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এদিকে বিজেপির ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের হাত থেকে অধ্যক্ষ ও প্রোক্টরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। বেধড়ক মারধর করা হয় কয়েকজন অধ্যাপককেও। এদিকে ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার। বিরোধীদের প্রশ্ন, বিজেপির ছাত্র সংগঠন হওয়াতেই কী এবিভিপির এমন বাড়বাড়ন্ত? বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কীভাবে এমন তাণ্ডবলীলা চলতে পারে তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। এদিকে যোগীর মুখে ‘জিরো টলারেন্সের’ কথা শোনা গেলেও এক্ষেত্রে তাঁর সরকার কী পদক্ষেপ নেন সেদিকেই নজর বিরোধী তথা গোটা দেশবাসীর।

একাধিক দাবিদাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই দীনদয়াল বিশ্ববিদ্যালয়ে ধর্না চলছিল এবিভিপি-র। পরে বিশ্ববিদ্যালয় ফাঁকা করতে এবিভিপি-র সদস্যদের পুলিশ সরিয়ে দিতে গেলেই বাঁধে বিপত্তি। এদিন বিক্ষোভের মাঝেই উপাচার্যের কুশপুতুল বানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে তা পোড়ানো হয়েছিল। এরপরই উপাচার্য বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতিও দেন। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে শুক্রবার ছাত্র সংগঠনের এবিভিপির সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধরা উপাচার্যের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লুটপাট এবং দরজা ভেঙে দেন বলে অভিযোগ।

এদিকে অশান্তির ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশি হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এবিভিপির সদস্যরা পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন এবিভিপির সদস্যকে আটক করেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানায়নি।

 

 

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...