Sunday, November 2, 2025

কুসং.স্কার দূরে ঠেলে কন্যার প্রথম ঋতু.মতী হওয়া উৎসবের মেজাজে পালন করল পরিবার

Date:

দক্ষিণ ভারতে এই রীতি বহু প্রাচীন। এবার সেই রীতি পালন করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) এক সঙ্গীত শিক্ষক। কন্যার রজঃস্বলা হওয়ায় উৎসব পালন করলেন তিনি। কেক কেটে, বেলুন দিয়ে ঘর সাজিয়ে পালিত হল মেয়ের প্রথম ঋতুমতী হওয়া। উপহারে ভরিয়ে দিলেন তাকে। বার্তা দিলেন অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে।

ঋতুস্রাব বা পিরিয়াড বিষয়টিকে ঢেকেচেপে সমাজের প্রচলিত রীতি। অথচ এটি নারী শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি জৈবিক ক্রিয়া। আছে শুভ-অশুভর ট্যাবুও। কিন্তু সেই প্রাচীন ধ্যানধারনা ভেঙে দিলেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের কাশীপুর সিটি এলাকার জিতেন্দ্র ভাট। কিশোরী কন্যার প্রথম ঋতুস্রাবের দিনটিকেই উৎসবের মেজাজে পালন করলেন জিতেন্দ্র-সহ ভাট পরিবার। সামলি হন প্রতিবেশিরাও।

উৎসবের ছবি ও ভিডিও নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন জিতেন্দ্র। এই বিষয়ে সঙ্গীত শিক্ষক জানান, কুসংস্কার দূর করতেই তাঁর এই উদ্যোগ। ঋতুস্রাব নিয়ে অযথা মেয়েদের হয়রান করা হয়। এটাকে একটু গোপন বিষয় করে রাখা হয়েছে। অথচ এটি একটি অতি স্বভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের বক্তব্যও, ঋতুস্রাবের সঙ্গে শুচি-অশুচির কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রচার। এর সেই কাজটিই করেছেন জিতেন্দ্র।

তবে, আজ থেকে বহু যুগ আগে বাংলার যুগপুরুষ রামকৃষ্ণ পরহংসদেব এই নিয়ে ঋতুস্রাবের শুচি-অশুচি ভেদেভেদের উর্ধ্বে মত দিয়েছিলেন বলে কথিত আছে। তিনি স্বয়ং সেকথা জানিয়েছিলেন সারদামাকে।

 

 

 

Related articles

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...
Exit mobile version