Thursday, August 28, 2025

ফের অ.শান্ত মণিপুর! ইম্ফলকাণ্ডে গ্রে.ফতার আরও ১, পথে নেমে বি.ক্ষোভ মহিলাদের  

Date:

বিবস্ত্র করে দুই মহিলার উপর অকথ্য অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসতে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতদের মধ্যে ১৯ বছরের এক তরুণও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার (Arrest) করা হল। পুলিশের দাবি, দুই মহিলাকে তাঁদের কর্মস্থল থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে গণধর্ষণের পর খুন করা হয়।

গত বুধবার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে পরিস্থিতি নিয়ে মাথাব্যাথা বাড়ে প্রশাসনের। চরম সমালোচনার মুখে পড়ে পদক্ষেপ নিতে বাধ্য হয় মণিপুর সরকার (Manipur Government)। গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এদিকে ভিডিওকাণ্ডের প্রতিবাদে শনিবারও নতুন করে উত্তর-পূর্বের রাজ্যটি অশান্ত হয়ে ওঠে। রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন মণিপুরের মহিলারা। যদিও বিক্ষোভ সামাল দিতে পথে নামতে হয় সেনাবাহিনীকে।

পুলিশ সূত্রে খবর, মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় যান চলাচলের রাস্তা আটকে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মহিলা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন তাঁরা, রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। এমনকি, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান। গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ১৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অশান্তির আবহে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গিয়েছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিয়োকে ঘিরে নতুন করে চড়েছে উত্তাপ।

 

 

 

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version