স্ত্রীর মৃ.ত্যুর কয়েক ঘন্টার পরেই মা.রা গেলেন মধ্য বয়স্ক ব্যক্তি! ভালবাসার টান, বলছেন পড়শিরা

আত্মীয়দের খবর দেওয়ার পাশাপাশি যখন দিনের আলো ফুটতেই সৎ.কারের ব্যবস্থার তোড়জোড় শুরু তখনই ফের মৃ.ত্যুর হা.না পরিবারে।

ভালবাসা শব্দটার সঠিক অর্থ আজ পর্যন্ত কেউই খুঁজে পাইনি। কিন্তু আমাদের চারপাশে ঘুরতে থাকা বিভিন্ন ঘটনা মাঝেমধ্যেই সত্যিকারের ভালবাসার মানে বুঝিয়ে দিয়ে যায়। সাত পাকে বাঁধা পড়ে একে অন্যের সঙ্গে সাত জন্ম কাটানোর শপথ করেছিলেন হুগলির হিন্দমোটর এলাকার দম্পতি প্রণব দাস(৫৭) ও মালঞ্চ দাস(৫৪)। কিন্তু মাঝপথেই সুর কাটলো। শনিবার মধ্যরাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন স্ত্রী। ভেঙে পড়লেন স্বামী প্রণব দাস। আত্মীয়দের খবর দেওয়ার পাশাপাশি যখন দিনের আলো ফুটতেই সৎকারের ব্যবস্থার তোড়জোড় শুরু তখনই ফের মৃত্যুর হানা পরিবারে। স্ত্রীকে হারিয়ে প্রণয়বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকাল সাতটায়। ভালবাসার টান বোধহয় এমনই হয়, মন্তব্য প্রতিবেশীদের।

দম্পতির মধ্যে গভীর ভালবাসা ছিল। একে অন্যকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারতেন না তাঁরা ।স্ত্রী বিয়োগ মানতে পারেননি তাই প্রণবও চলে গেলেন, এমন কথাই বলছেন আত্মীয় এবং পাড়ার লোকেরা। স্থানীয় সূত্রে জানা যায় হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি।স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।কিন্তু তাঁকে বাচাঁনো যায়নি।দম্পতির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। তাঁদের এক ছেলে আছে বলে জানা গেছে। উত্তরপাড়ার শিবতলা ঘাটে একসাথেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

 

 

 

Previous articleদায়িত্ব বাড়ল আলাপনের, কোন নতুন পদে প্রাক্তন মুখ্যসচিব!
Next articleপ্রধানমন্ত্রী কবে জবাবদিহি করবেন? মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে সরব তৃণমূল!