Sunday, May 4, 2025

পথ দু.র্ঘটনায় বাইক আরোহীর ম.র্মান্তিক পরিণতি! ধু.ন্ধুমার পরিস্থিতি আমতায়, অবরুদ্ধ মুম্বই রোড

Date:

পথ দুর্ঘটনায় (Road Accident) এক ব্যক্তির মৃত্যু। দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার (Howrah Bagnan) বাগনানে। ঘটনার জেরে আমতা মোড়ে (Amta More) উত্তেজিত জনতা মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দেবু চক্রবর্তী, বয়স ৫৫ বছর। হাওড়ার বাগনানের খাদিনান গ্রামের বাসিন্দা তিনি। পরে অবরোধ হঠাতে গেলে পুলিশ ও উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরে বাগনানের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। তাঁর হস্তক্ষেপে প্রায় দু’ঘন্টা পর অবরোধ ওঠে এবং যানচলাচল স্বাভাবিক হয়। এদিন মুম্বই রোড অবরুদ্ধ হয়ে পড়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। রাস্তায় থমকে পড়ে একাধিক গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর দু’টো নাগাদ দেবু বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু আমতা মোড়ে আচমকাই ঘটে যায় বিপত্তি। পরে মুম্বই রোড (Mumbai Road) পেরতে গিয়ে সিগন্যাল ভেঙে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর। আর এরপরই বাধে বিপত্তি। উত্তেজিত স্থানীয়রা পরে মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধকারীদের দাবি, দুর্ঘটনা রুখতে অবিলম্বে মুম্বই রোডে উড়ালপুল (Flyover) তৈরি করতে হবে।

পরে খবর পেয়ে অবরোধ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। এদিকে ঝামেলার মাঝেই পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুঁড়তে থাকে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন বাগনানের বিধায়ক। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়ক জানান, আগামী বৃহস্পতিবার মুম্বই রোডে আধ ঘণ্টার জন্য প্রতীকী অবরোধ হবে। আর তারপর জাতীয় সড়ক সংস্থার কাছে উড়ালপুলের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version