Tuesday, November 4, 2025

পথ দু.র্ঘটনায় বাইক আরোহীর ম.র্মান্তিক পরিণতি! ধু.ন্ধুমার পরিস্থিতি আমতায়, অবরুদ্ধ মুম্বই রোড

Date:

পথ দুর্ঘটনায় (Road Accident) এক ব্যক্তির মৃত্যু। দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার (Howrah Bagnan) বাগনানে। ঘটনার জেরে আমতা মোড়ে (Amta More) উত্তেজিত জনতা মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দেবু চক্রবর্তী, বয়স ৫৫ বছর। হাওড়ার বাগনানের খাদিনান গ্রামের বাসিন্দা তিনি। পরে অবরোধ হঠাতে গেলে পুলিশ ও উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরে বাগনানের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। তাঁর হস্তক্ষেপে প্রায় দু’ঘন্টা পর অবরোধ ওঠে এবং যানচলাচল স্বাভাবিক হয়। এদিন মুম্বই রোড অবরুদ্ধ হয়ে পড়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। রাস্তায় থমকে পড়ে একাধিক গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর দু’টো নাগাদ দেবু বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু আমতা মোড়ে আচমকাই ঘটে যায় বিপত্তি। পরে মুম্বই রোড (Mumbai Road) পেরতে গিয়ে সিগন্যাল ভেঙে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর। আর এরপরই বাধে বিপত্তি। উত্তেজিত স্থানীয়রা পরে মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধকারীদের দাবি, দুর্ঘটনা রুখতে অবিলম্বে মুম্বই রোডে উড়ালপুল (Flyover) তৈরি করতে হবে।

পরে খবর পেয়ে অবরোধ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। এদিকে ঝামেলার মাঝেই পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুঁড়তে থাকে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন বাগনানের বিধায়ক। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়ক জানান, আগামী বৃহস্পতিবার মুম্বই রোডে আধ ঘণ্টার জন্য প্রতীকী অবরোধ হবে। আর তারপর জাতীয় সড়ক সংস্থার কাছে উড়ালপুলের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।

 

 

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version