Sunday, May 4, 2025

শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় বলিউডের (Bollywood) ‘উমরাও জান’ রেখার (Actress Rekha) মহিলা সহকারীর সঙ্গে সহবাস নিয়ে একাধিক লেখালেখি শুরু হয়েছিল। চির সবুজ রেখার (Actress Rekha) সৌন্দর্যে দশকের পর দশক ধরে মুগ্ধ ভারতীয় দর্শকরা। তাঁর ফিল্মি ক্যারিয়ারের সেরা সময় আশির দশক। নায়িকার সঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) গভীর সম্পর্ক নিয়েও বলিউডে বরাবর আলোচনা হয়েছে। অভিনেত্রী নিজেই অমিতাভের প্রতি তাঁর দুর্বলতার কথা স্বীকার করেছেন। এই সব কিছু ছাপিয়ে নেট দুনিয়ায় আচমকাই ভাইরাল হয় বলিউডের চিরতরুণী নায়িকা রেখার জীবনের পুরনো এক কাহিনী। লেখক ইয়াসির উসমানের (Yaseer Usman) লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’( ‘Rekha: The Untold Story’) বইটিতে উঠে আসে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য। নেটিজেনরা বলতে শুরু করেন, তাহলে কি সত্যিই মহিলা সহকারী ফারজ়ানার সঙ্গেই নিজের যৌন জীবনে ব্যস্ত রেখা? অভিনেত্রী তরফে কোন জবাব না মিললেও এবার মুখ খুললেন স্বয়ং লেখক।

 

‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটিকে অভিনেত্রীর জীবনী হিসেবেই ধরে নেওয়া যায়। রেখার ব্যক্তিগত জীবন নিয়ে এইসময়ে যখন জল্পনা বাড়ছে, তখন লেখক বলছেন, “সহবাস’ বা ‘যৌন সম্পর্ক’-এর মতো শব্দবন্ধের উল্লেখ আমি পাণ্ডুলিপিতে পর্যন্ত করিনি।’’ তাহলে কি সত্যিই সহকারীর সঙ্গে সম্পর্ক নেই অভিনেত্রীর? ৬৮ বছর বয়সেও রেখা অনায়াসে দেশি-বিদেশি ম্যাগাজিনের কভার গার্ল হয়ে উঠতে পারেন। তাঁর সৌন্দর্য রহস্য রীতিমতো গবেষণা করার মতো। কিন্তু তাঁর বেডরুম সিক্রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। বইতে নাকি লেখক দাবি করেছেন, বহু বছর ধরেই নিজের ব্যক্তিগত সহকারী ফারজ়ানার সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। প্রায় তিন দশক ধরে রেখার ছায়াসঙ্গী তিনি। প্রতি মুহূর্তে তাঁকে রেখার পাশে থাকতে দেখা যায়। যদিও অভিনেত্রী বরাবর সহকারীকে নিজের বোন দাবি করে এসেছেন। লেখকের এমন দাবি ঘিরেই ঝড় ওঠে সমাজমাধ্যমে। গতকাল এই নিয়ে কোন মন্তব্য না করলেও আজ সোশ্যাল মিডিয়ায় নিজের কথা পরিষ্কার করে জানিয়ে দেন লেখক। তিনি লেখেন, ‘‘আমার লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ের বক্তব্য বলে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ মিথ্যে। প্রচার বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হচ্ছে।’’ এখানেই শেষ নয় বইয়ের মাধ্যমে অপপ্রচার হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইয়াসির।

 

 

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version