Sunday, August 24, 2025

মা তার কোলের শিশুকে বিক্রি করে দিয়েছেন, তাও আবার নেশার টাকা জোগাড় করতে ! এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে এক দম্পতির বিরুদ্ধে।পাড়ার স্থানীয়রা পুলিশে খবর দেন।অভিযোগ পাওয়ার পরেই দম্পতি-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ। তবে শিশু বিক্রিতে কত টাকা লেনদেন হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।জেরা চলছে। প্রত্যেকের কথায় অসঙ্গতি থাকায়, কার কাছে শিশুটি বিক্রি করা হয়েছে তা স্পষ্ট নয়।পুলিশ অবশ্য এর পিছনে শিশু পাচার চক্রের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

নিজের ছ’মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও মায়ের বিরুদ্ধে। শনিবার রাতে পুলিশ অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী, মা সাথী চৌধুরী এবং শিশুটির ঠাকুরদা কানাই চৌধুরীকে গ্রেফতার করে।রবিবার সন্ধে পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছেন, শিশুটির বাবা-মা সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকতেন।বাইরে থেকে বহু ছেলে মেয়ে প্রতিদিন তাঁদের বাড়িতে আসত। সেখানে অসামাজিক কাজকর্ম চলত।পাড়ার কমিটি থেকে বারবার নিষেধ করা হয়েছে। তবু তাঁরা এই অসামাজিক কাজ বন্ধ করেননি।এবার টাকার জন্য নিজের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ জানিয়েছেন, শনিবার রাতে জয়দেব নিজের মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। সেই নিয়ে বাড়িতে তুমুল ঝামেলা চলছিল।এরপরই বিষয়টি জানাজানি হয়।প্রতিবেশীরা জানিয়েছেন, কিছুদিন ধরেই শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। বারবার জিজ্ঞেস করলে পরিবারের সদস্যরা জানিয়েছেন শিশুটি তাঁর দিদিমার কাছে আছে। এখন জানা যাচ্ছে, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।পুরো বিষয়টির দিকে নজর রাখছে পুলিশ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version