Monday, May 5, 2025

রাজ্যের বকেয়া ইস্যুতে শুভেন্দুকে হুঁ.শিয়ারি শান্তনু সেনের

Date:

বিভিন্ন প্রকল্পে এ রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন।

রবিবার তিনি বলেন, বাংলা থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক, সাংসদরা বাংলার জন্য কোনও কথা না বলে উল্টে দিল্লি গিয়ে রাজ্যের পাওনা টাকা আটকে দেওয়ার জন্য বারবার প্ররোচনা দিচ্ছেন। একশো দিনের সাড়ে সাত হাজার কোটি টাকা থেকে আবাস যোজনার বকেয়া সাড়ে আট হাজার কোটি টাকা। সংসদের বাজেট অধিবেশনের সময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা যখন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যান তখন তিনি দেখা করেননি। দফতরের আধিকারিক প্রকাশ্যে স্বীকার করেন যে বাংলা টাকা পেলেও বাংলার বিজেপি নেতারা বাংলার টাকা না দেওয়ার জন্য বারংবার আর্জি জানান। তৃণমূলের নব জোয়ার কর্মসূচির সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সবাইকে নিয়ে দিল্লি যাবেন বাংলার টাকা আদায় করার জন্য। আর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ৫ আগস্ট প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ির ১০০ মিটার দূরে প্রতীকি ঘেরাও কর্মসূচি চলবে। বিজেপি নেতারা বিভিন্ন থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করেছে। গদ্দার নেতা প্রকাশ্যে বলেছে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হলে তৃণমূল সাংসদদের তারা পার্লামেন্টে ঢুকতে দেবে না। এর প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র ডাঃ শান্তনু সেন বলেন, সংসদ ভবন শুভেন্দু অধিকারীর বা বিজেপির পৈত্রিক সম্পত্তি নয়। সেখানে যদি তৃণমূল কংগ্রেসের সাংসদদের যাতায়াতের পথে বিজেপি বাধা দেয়, তাহলে বাকি জীবন শুভেন্দু অধিকারীকে তার কাঁথির বাড়ির বৈঠকখানায় বসেই রাজনীতি করতে হবে, সেটা যেন উনি মনে রাখেন।

আরও পড়ুন- নজর ঘোরানোর অপচেষ্টায় লাভ নেই! মণিপুর ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে নি.শানা চিদম্বরমের

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version