প্রদীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটি ও ইস্টার্ন রেলওয়েজ মেইন্স কংগ্রেসের উদ্যোগে শিয়ালদহের নেতাজি সুভাষ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। দীর্ঘ ২৮ বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সংগঠনের সভাপতি শ্রীকুমার সাহা বলেন,প্রতি বছরই রেলওয়ের কর্মীরা এই রক্তদান শিবিরে যোগ দেন।আগামী দিনেও আমরা এই কর্মকাণ্ড বজায় রাখব।সংগঠনের সহ সভাপতি দীপক চক্রবর্তী জানান, সোমবার প্রায় ৪০০ জন এই শিবিরে রক্তদান করেছেন।