Friday, November 7, 2025

পঞ্চায়েত ভোট নিয়ে নতুন আবেদন শুনতেই ‘বিরক্ত’ প্রধান বিচারপতি!মামলাকারীর আইনজীবীকে ‘ধমক’

Date:

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার পঞ্চায়েতের অন্তত ৭৩টি মামলার শুনানি রয়েছে। এর মাঝে নতুন আবেদন শুনে বিরক্তি প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সব মামলার শুনানি স্থগিত করে দেওয়ার হুমকিও দেন তিনি।

আরও পড়ুনঃনজিরবিহীন! পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগ, সোমেই ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

সোমবার উচ্চ আদালতে পঞ্চায়েতের একগুচ্ছ মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চেই রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। এর মাঝে একটি মামলায় নতুন আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। তা শুনে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলা তো চলছে। কেন আবার নাক গলাচ্ছেন? এ নিয়ে তো অধীর রঞ্জন চৌধুরীর মামলা রয়েছে। তা ছাড়াও এত মামলা রয়েছে। আমরা কিন্তু সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। শেষ কয়েক মাসে কোনও কাজ করা যাচ্ছে না।’’

পাশাপাশি মামলাকারী আইনজীবীকে তিনি ধমক দিয়ে বলেন, “মামলা দায়ের তো করেছেন। নতুন করে আবেদন কেন? মামলা প্রত্যাহার করে নিন। না হলে মামলা খারিজ করে ২৪ ঘণ্টার মধ্যে কড়া অর্থদণ্ড দেব। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা শুরু করার চেষ্টা করছেন? আদালতের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন।’’

এর পরেও মামলাকারীর অনড় মনোভাব দেখে প্রধান বিচারপতি তাঁর মামলা খারিজ করে জরিমানার নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে ১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয়েছে মামলাকারীকে। এর পরেই তাঁর আইনজীবী জানান, অবিলম্বে তাঁরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন।

Related articles

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড...

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...
Exit mobile version