Wednesday, December 3, 2025

মণিপুরের পর এ বার উত্ত.প্ত মেঘালয়! মুখ্যমন্ত্রীর দফতরে হা.মলা জনতার!

Date:

Share post:

অশান্ত মণিপুরের প্রতিবেশী রাজ্যেও এ বার মুখ্যমন্ত্রীর দফতরে হামলা জনতার। সোমবার সন্ধ্যায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা জনতার! অভিযোগ, তাতে আহত হয়েছেন পাঁচ নিরাপত্তা রক্ষী। তবে সংমার কোনও আঘাত লাগেনি। তুরায় তাঁর দফতর ঘেরাও করে রেখেছেন বহু মানুষ। তাই আপাতত নিজের দফতরেই রয়েছেন সাংমা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মণিপুরের মত মেঘালয়েও এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার । মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। সেখানকার গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী বহুদিন ধরেই অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও উদ্বেগজনক। দফতরের সূত্রে জানা গিয়েছেন, প্রতিবাদীদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর দফতর লক্ষ্য করে পাথর ছোড়েন কয়েক জন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের জানিয়েছেন, অনশন বন্ধ করলে পরের মাসে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে শিলং -এ। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যেরা।

আরও পড়ুন- ৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...