Tuesday, December 23, 2025

মণিপুরের পর এ বার উত্ত.প্ত মেঘালয়! মুখ্যমন্ত্রীর দফতরে হা.মলা জনতার!

Date:

Share post:

অশান্ত মণিপুরের প্রতিবেশী রাজ্যেও এ বার মুখ্যমন্ত্রীর দফতরে হামলা জনতার। সোমবার সন্ধ্যায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা জনতার! অভিযোগ, তাতে আহত হয়েছেন পাঁচ নিরাপত্তা রক্ষী। তবে সংমার কোনও আঘাত লাগেনি। তুরায় তাঁর দফতর ঘেরাও করে রেখেছেন বহু মানুষ। তাই আপাতত নিজের দফতরেই রয়েছেন সাংমা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মণিপুরের মত মেঘালয়েও এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার । মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। সেখানকার গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী বহুদিন ধরেই অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও উদ্বেগজনক। দফতরের সূত্রে জানা গিয়েছেন, প্রতিবাদীদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর দফতর লক্ষ্য করে পাথর ছোড়েন কয়েক জন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের জানিয়েছেন, অনশন বন্ধ করলে পরের মাসে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে শিলং -এ। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যেরা।

আরও পড়ুন- ৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...