Wednesday, November 5, 2025

মণিপুর ইস্যুতে তৃণমূলের ধর্নাস্থল দখল বিজেপির! ডেরেকর দাবি, সঠিক লক্ষ্যেই এগোচ্ছে INDIA

Date:

Share post:

জাতিদাঙ্গায় দু’মাসেরও বেশি সময় ধরে জ্বলছে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য মণিপুরে। যার আঁচ ছড়িয়েছে গোটা দেশেই। কিন্তু সংসদে যাতে মণিপুরের প্রসঙ্গই না ওঠে, তার জন্য ইচ্ছাকৃত ভাবে বিজেপি অধিবেশন নিয়ে ঢিলেমি করছে বলে এবার গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুধু তাই নয়, সংসদে রেকর্ড থেকে তাঁর বক্তব্যে থাকা মণিপুর শব্দটি পর্যন্ত বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন।

এরই মাঝে আজ, সোমবার মণিপুরে অশান্ত ইস্যুতে শান্তি-সংহতি ফেরানোর দাবিতে সংসদে গান্ধী মূর্তির সামনে ধর্নার ডাক দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদদের তরফে। INDIA জোটের অন্যান্য দলগুলিকেও সেই ধর্নায় আহ্বান করা হয়েছিল। এবং এই কর্মসূচি অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু ধর্নাস্থলে বিজেপি কর্মসূচি পালন করছে। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ঢিলেমি করছে বলে এবার গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এদিন টুইটে তিনি লেখেন, “আমরা নিশ্চিত যে INDIA জোটের দলগুলি সঠিক পথে এগোচ্ছে। আমরা কিছুদিন আগেই মণিপুরের নিয়ে সোমবার ২৪ জুলাই সকাল ১০.৩০ মিনিটে সংসদে গান্ধী মূর্তির সামনে ধর্না ঘোষণা করেছিলাম। কিন্তু প্রতিহিংসা পরায়ণ বিজেপি সেই কর্মসূচিকে ভেস্তে দেওয়ার জন্য একই জায়গায় কর্মসূচি নিয়ে। আজ সকালে তাড়াহুড়োর মধ্যে তারা সেটা ঘোষণা করে। আসলে আমাদেরকে বিচ্যুত করতে চাইছে বিজেপি।”

উল্লেখ্য, মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ২০ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু মণিপুর প্রসঙ্গে বিক্ষোভের জেরে বার বার গোঁত্তা খেয়েছে অধিবেশন। সেই নিয়েই বিজেপি-কে কাঠগড়ায় তুলেছেন ডেরেক। আগে একটি ট্যুইটারে তিনি লেখেন, ”বিজেপি-ই সংসদকে থামিয়ে দিচ্ছে। সোমবার সকাল ১১টায় মণিপুর নিয়ে সংসদে আলোচনা হোক দেখি। প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত নিতে দিন যে কোথায় আলোচনা হবে, লোকসভা না রাজ্যসভা। অবশ্যই তাতে অংশ নেব আমরা”! সংসদে তাঁর বক্তব্য থেকে মণিপুর এবং প্রধানমন্ত্রীর উল্লেখকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ডেরেকের। সেই নিয়ে রাজ্যসভাতেও সরব হন তিনি।

আরও পড়ুন:মণিপুরের হিং.সার ঘটনায় দায়ী রাজ্য প্রশাসন! এ বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিজেপি বিধায়কও

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...