Friday, November 14, 2025

যোগীরাজ্যে যুবককে মার.ধর ও গায়ে প্রস্রা.ব! ভিডিয়ো ভাইরাল হতেই ‘সক্রিয়’ পুলিশ, গ্রে.ফতার ২

Date:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে দলিতের গায়ে প্রস্রাবকাণ্ডের ঘটনা নতুন নয়। একবার ফের উত্তরপ্রদেশে ঘুমন্ত এক যুবকের গায়ে প্রস্রাবের মতো অমানবিক ঘটনা ঘটল। এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নড়চড়ে বসে যোগীরাজ্যের পুলিশ। অভিযুক্ত ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে আগ্রা পুলিশ।
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তির উপর প্রস্রাব করছেন আরেকজন। শুধু তাই নয়, ওই ব্যক্তির মাথায় পা দিয়ে লাথিও মারতে দেখা যায় অভিযুক্তকে। অভিযুক্তর সঙ্গী আবার রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে গালিগালাজও করতে থাকেন। এরপর জ্ঞান ফিরলে ওই ব্যক্তি অভিযুক্তর হাতে-পায়ে ধরেন। তাঁকে ছেড়ে দিতে বলেন!

আরও পড়ুনঃ‘রকি-রানি’তে বাদ যাচ্ছে ‘খেলা হবে’ সংলাপ! কলকাতায় এসে কী বললেন আলিয়া?

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি চার মাস আগের। ব্যাক্তিগত শত্রুতার জেরেই ভিকি নামে ফতেহপুর সিক্রির এক বাসিন্দার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে আদিত্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনি ভোলা নামে তাঁর এক সহযোগীকে নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন।তবে, এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের পরও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। ঘটনাটি তখনকার মতো ধামাচাপা পড়লেও সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের।গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশ কর্তারা মনে করছেন, ভিকির সন্ধান পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।


পুলিশ সূত্রে খবর, ধৃত আদিত্যের নামে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। জেলও খেটেছেন তিনি। এ হেন আদিত্যকেই অন্যের গায়ে প্রস্রাব করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...
Exit mobile version