আইএএস–এর চাকরি ছাড়লেন অনুরাগ শ্রীবাস্তব। রাজ্য সরকারকে ইস্তফা পত্র দিয়ে তিনি অনুরোধ করেছেন, তাঁকে যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে ইস্তফা নিয়ে অনুরাগ শ্রীবাস্তবের বক্তব্য, তিনি কানপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তিনি এবার এই ক্ষেত্রে বেসরকারি সংস্থায়
কাজ করতে চান। ইতিমধ্যে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছেন। সেখানেই তিনি পড়াশোনা শেষ করতে চান। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি। তাঁকে আইএএস হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তিনি এই সরকারের কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাসিন্দা অনুরাগ শ্রীবাস্তব ২০০৭ সালের আইএএস। তার আগে তিনি কানপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পড়েছিলেন এবং প্রথম স্থান অধিকার করেছিলেন। এখন তিনি শিল্প দপ্তরের বিভাগীয় সচিব পদে রয়েছেন।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল পুরীর ‘বঙ্গ নিবাস’-এর নকশা