Saturday, November 8, 2025

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন, ট্রফি উন্মোচনে ছিল অভিনবত্ব

Date:

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন। ডুরান্ড কাপের জমকালো ট্রফি উন্মোচন হল ব্রিগেড ময়দানে। এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল চমক। অভিনবত্ব দেখাল প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী। কলকাতা শহরের সব থেকে উঁচু বহুতল ৪২ বিল্ডিংয়ের ৬৫ তলা থেকে প্যারাশুট নিয়ে বেস জাম্প দিলেন দুই সেনাকর্তা।

খারাপ আবহাওয়ার কারণে প্রথমে বেস জাম্প স্থগিত রেখে আগে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয় ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা ট্রফি উন্মোচন করেন। সেই সময়ই বেস জাম্পের পরিকল্পনা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে শহরের সব থেকে উঁচু বহুতলের ৬৫ তলা থেকে প্যারাশুটের মাধ্যমে বেস জাম্প দেন অবসরপ্রাপ্ত দুই সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা।

ট্রফি উন্মোচন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এবার ডুরান্ড কাপের ম্যাচ কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠেও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। রাজ্য সরকার গত তিন বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে মিলে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবরকমভাবে সাহায্য করে আসছে। এবারও টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে।” উল্লেখ্য, ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি দলকে নিয়ে চলবে এবারের ডুরান্ড কাপ।

আরও পড়ুন:বড় শাস্তি পেলেন হরমনপ্রীত, নির্বাসিত দুটি ম‍্যাচ

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version