Wednesday, August 27, 2025

প্রয়োজন নেই: চিনা সংস্থার ৮০০০ কোটি বিনিয়োগের প্রস্তাব ফেরালো কেন্দ্র

Date:

চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিওয়াইডি কোম্পানির একশো কোটি ডলার লগ্নির প্রস্তাব ফেরাল ভারত। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ৮০০০ কোটির কম নয়। হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে হাত মিলিয়ে বৈদ্যুতিন গাড়ি তৈরির প্রকল্প স্থাপনের প্রস্তাব দিয়েছিল চিনের সংস্থাটি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সরকার তা খারিজ করে দিয়েছে মোদি সরকার।

ভারতীয় নিয়ম অনুযায়ী, অটোমোবাইল সেক্টরে প্রত্যক্ষ বিদেশি লগ্নির জন্য অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু সীমান্ত সংলগ্ন দেশগুলি থেকে লগ্নির প্রস্তাবে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। সেই মতো চিনা কোম্পানির এই লগ্নি নিয়ে অন্যান্য সরকারি দফতরের কাছ থেকে মতামত চায় DPIIT। কিন্তু সব কিছু পর্যালোচনার পর প্রস্তাবটি নাকচ করে দেয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে চিনা বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। তাছাড়া চিনের নিজস্ব প্রযুক্তি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে কেন্দ্রের। সেই হিসেবে এই প্রস্তাব খারিজ করা হয়।

উল্লেখ্য, বিক্রির নিরিখে সবথেকে বড় বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি। এ দেশে তারা প্রতি বছর 10,000-15,000 বৈদ্যুতিক গাড়ি উত্পাদন করার প্রস্তাব দিয়েছিল। হায়াদরাবাদের রাস্তা, ব্রিজ নির্মাণকারী সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফাসস্ট্রাকচার লিমিটেড-এর সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল চিনা কোম্পানিটি।
আরও জানা গিয়েছে, এই পরিকল্পনা টাকা বিনিয়োগ করত মেঘা এবং যাবতীয় প্রযুক্তি সরবরাহ করত বিওয়াইডি। কারখানা গড়ে তোলার পাশাপাশি চার্জিং স্টেশন, রিসার্চ সেন্টার ইত্যাদি তৈরি করার পরিকল্পনা রাখা হয়েছিল প্রস্তাবে। কিন্তু দুই সংস্থার এই পরিকল্পনা-কে অসম্মতি জানাল মোদি সরকার।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version