Sunday, November 16, 2025

ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য

Date:

রাজ্যে ক্রমশ প্রাণঘাতী চেহারা নিচ্ছে ডেঙ্গি। মঙ্গলবার সকালে দক্ষিণ দমদম এলাকায় রিঙ্কি রায় মজুমদার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর ফলে গত শুক্রবার থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে এক শিশু সহ ৫ জনের মৃত্যু হল।

গত ২১শে জুলাই লেকটাউনের বেসরকারি হাসপাতালে বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ৩০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। একই দিনে ডেঙ্গি প্রাণ কেড়েছিল নদিয়ার দুই বাসিন্দার। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় রানাঘাটের বাসিন্দা বছর ৪৫-এর এক মহিলার। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৬৬ বছরের এক বৃদ্ধ। এছাড়াও শনিবার পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা ১০ বছরের বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছিল।

প্রত্যেকেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এর মধ্যে নদিয়া জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এদিকে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, বাঙুর হাসপাতালে ডেঙ্গি রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। রোগীদের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ দল। ডেঙ্গি ওয়ার্ডের জন্য ওই হাসপাতালে এক জন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। করা হয়েছে।

আরও পড়ুন- সংসদ সচল রাখতে বিরোধীদের চিঠি শাহের, অশান্ত মণিপুরে শর্তসাপেক্ষে ফিরল ইন্টারনেট

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version