আদালতের নোটিশ পেলেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)অভিযোগের ভিত্তিতেই এই সমন বলে জানা যাচ্ছে। ২০১৬ সালে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঙ্গে হৃতিক রোশনের ঝামেলা গড়ায় আইনি জটিলতায়। এরপরই ফাঁস হয় ব্যক্তিগত চ্যাট। তখন বন্ধু ডা. রমেশ আগরওয়ালের পরামর্শে কঙ্গনাকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জাভেদ আখতার। জাভেদ জানিয়েছেন সেইসময়ে ব্যক্তিগতভাবে তিনি কঙ্গনাকে না চিনলেও তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। কথায় কথায় হৃতিক প্রসঙ্গ এলেও জাভেদ আখতার যখন বুঝতে পারেন, কঙ্গনা তাঁর কথা শুনতে রাজি নন, তখন আলোচনার বিষয়বস্তু বদলে ফেলেছিলেন। এর ৪ বছর পর নায়িকা বলেন গীতিকার নাকি তাঁকে ভয় দেখাতে বাড়িতে ডেকেছিলেন। সেই বয়ানেই মামলা করেন তিনি।

আগামী ৫ আগস্ট সেলিব্রেটি গীতিকারকে আন্ধেরি আদালতে হাজির হতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভয় দেখানো এবং অপমানের অভিযোগ তুলে মামলা করেন কঙ্গনা। অভিনেত্রীর অভিযোগকে আগেই ভিত্তিহীন বলে জানিয়েছিলেন জাভেদ। এবার সেই মামলাতেই তলব। যদিও জাভেদ আখতারের প্রতিক্রিয়া মেলেনি।
