Friday, August 22, 2025

মণিপুর নিয়ে উত্তাল সংসদ! বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে মোদি

Date:

তপ্ত মণিপুরের গোষ্ঠীসংঘর্ষে নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধীরা।এই ইস্যুতে সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে সরব ‘ইন্ডিয়া’ জোট।বিরোধীদের চাপে স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার মুখ খুললেও কোনও এখনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। মঙ্গলবারও মণিপুর নিয়ে বিরোধীদের আক্রমণে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই আবহে আজ সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মণিপুর নিয়ে ‘আপত্তিকর’ ব্যবহারের যুক্তি দেখিয়ে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহকে বাকি অধিবেশনের জন্য সোমবার সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এর বিরোধিতায় মঙ্গলবার উত্তপ্ত হয় রাজ্যসভার অধিবেশন। অন্যদিকে, বিরোধীদের হট্টগোলে মঙ্গলবার সকালেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে লোকসভার অধিবেশন।

গত দুমাস থেকে গোষ্ঠাসংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর। অশান্তি কমানোর কোনও ব্যাবস্থাই নেয়নি বিজেপি প্রশাসন।সম্প্রতি মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ৭৮ দিন নীরব থাকার পর মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে তিনি বলেন‘‘এই ঘটনায় জড়িত প্রত্যেকে উপযুক্ত শাস্তি পাবে।”এমনকী এহেন ঘটনাকে ‘যে কোনও সভ্য সমাজের লজ্জা।’ বলেও উল্লেখ করেন তিনি।এনিয়ে সংসদ কক্ষের ভেতরে প্রধানমন্ত্রীর বিবৃতি চান বিরোধীরা। এই নিয়ে গত কয়েক দিন ধরেই অচল সংসদ। এ পরিস্থিতিতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version