Monday, November 10, 2025

কৃতি খেলোয়াড়দের পাশে রাজ্য সরকার, ক্রীড়ানুষ্ঠানে সফলদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ

Date:

গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম!
স্বামী বিবেকান্দের এই বাণী ও আদর্শকে সামনে রেখে উদ্যোগী পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার। শুধু পুঁথিগত শিক্ষা বা কারিগরী শিক্ষা নয়, খেলাধুলার মাধ্যমেও জীবন গড়া যায়। গড়ে তোলা যায় কেরিয়ার। এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের (State) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের ক্রীড়ানুষ্ঠানগুলির কৃতি খেলোয়াড়দের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাংলার সরকার।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গত ১২ বছরে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ফুটবল খেলোয়াড়দের জন্য ক্লাবগুলিকে ‘জয়ী’ বল দেওয়ার নির্দেশ দেন তিনি। নব প্রজন্মের মধ্যে, বিশেষ করে দূর-দূরান্তের গ্রামের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান আয়োজন করছে।

২০১৬-১৭ সাল থেকে
• জঙ্গলমহল কাপ
• হিমাল-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল
• সুন্দরবন কাপ
• সৈকত কাপ
• কোচবিহার কাপ
• খেত-নদী উৎসব
• জলতরং ক্রীড়া উৎসব
• রাঙ্গামাটি ক্রীড়া উৎসব

তবে, শুধু খেলাই নয়, এর মাধ্যমে কর্ম সংস্থানেরও ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে ক্রীড়া উৎসবে সব উইনার্স এবং রানার্সআপদের (Winners and Runners up) সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) হিসেবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। এই নীতির ফলে একদিকে যেমন তরুণ প্রজন্ম ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণে উৎসাহিত হবে, তেমন গ্রামীণ এলাকায় কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬-১৭ থেকে এই ক্রীড়ানুষ্ঠানগুলিতে বিজয়ী এবং রানার্সআপ ৪২৬৬-কে এবছর জুন পর্যন্ত বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হয়েছে।

এখন রাজ্য সরকার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্সআপ এই বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে।

এভাবে মোট ৪৩২৪ জন বিজয়ী ও রানার্সআপকে স্পেশাল ক্যাটাগরিতে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করেছে।

কেরিয়ার গড়ার ক্ষেত্রে শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলার মাধ্যমেও এগিয়ে যাওয়া যায়। তরুণ প্রজন্মে এই বার্তা দিতে ও ক্রীড়াক্ষেত্রে তাদের উৎসাহিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার সরকার।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version