Thursday, November 13, 2025

মণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও ১ গ্রে.ফতার

Date:

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় দেশজুড়ে সরব হয়েছে মানুষ। তারপরই সক্রিয় হয়েছে মণিপুর পুলিশ।ন্যাক্কারজনক এই ঘটনায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত।এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। সোমবার মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃসংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি, তবে মোদির বিবৃতি প্রসঙ্গে নীরব শাহ
মণিপুরের এক আদিবাসী সংগঠনের দাবি, দু’মাস আগে অর্থ্যাৎ গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়। এমনকী তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।কিন্তু এতদিন ধরে কোনও পদক্ষেপই নেয়নি পুলিশ। বিবস্ত্র করার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আচমকা অতিসক্রিয় হয়ে উঠেছে মণিপুরের বিজেপি পুলিশ।


২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় নানামহল।দু’মাস মণিপুর নিয়ে মৌন থাকার পর বিরোধীদের চাপে মুখ খুলতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি সুপ্রিম কোর্টও এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এই ঘটনায় প্রথম গ্রেফতারি হয়েছিল ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অর্থ্যাৎ গত ২০ জুলাই, বৃহস্পতিবার। পরে ওই দিনই আরও তিন অভিযুক্ত ধরা পড়েন। এর পর শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ওই দিনই পুলিশের হাতে গ্রেফতার হয় ষষ্ঠ অভিযুক্তও, তবে সে নাবালক।

প্রসঙ্গত, গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রাণ হারিয়েছে বহু।এখনও ঘরছাড়া বহু মানুষ। এমনকি দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হয়েছেন।এসবের পরও কোনও হেলদোল নেই মণিপুরের ‘ডবল ইঞ্জিন’ সরকারের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version